Site icon Jamuna Television

তুরস্কে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের একটি হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মুগলা প্রদেশের গভর্নর ইদ্রিস আকবিয়িকের মতে, অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।

হেলিকপ্টারটি মুগলার মেন্টেস জেলার ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল ভবনে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটির ভেতরে দুই পাইলট, একজন চিকিৎসক এবং একজন স্বাস্থ্যকর্মী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান দুর্ঘটনায় নিহত সবার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তার সমবেদনা জানিয়েছেন।

বিধ্বস্ত হবার পর দমকল বাহিনী ও পুলিশের একটি দল এবং দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)-এর কর্মীরা ঘটনাস্থলে পৌছায়।

প্রাথমিকভাবে, ঘন কুয়াশার কারনে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তবে, হাসপাতালের ভেতরে কোনো ক্ষতি হয়নি।

/এআই

Exit mobile version