Site icon Jamuna Television

মুসলিম ব্যক্তির মরদেহ হিন্দুর বলে অপপ্রচার: রিউমর স্ক্যানার

সম্প্রতি একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামের আইডি থেকে একজন ব্যক্তির মরদেহের ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মৃত ব্যক্তিটি হিন্দু ধর্মাবলম্বীর এবং তিনি জামায়াতে ইসলামীর হাতে খুন হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ভিডিওর সেই ব্যক্তিটি একজন মুসলিম ব্যক্তির বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়, রাজশাহীর বাগমারায় পুকুর থেকে উদ্ধারকৃত মরদেহটি নয়ন মিয়া নামের একজন মুসলিম ব্যক্তির। তবে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি হত্যা করা হয়েছে, সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

প্রতিবেদনে একটি জাতীয় পত্রিকার বরাত দিয়ে বলা হয়, গত ২১ ডিসেম্বরে রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বড়পুকুর গ্রামের আফাজ উদ্দীনের পুত্র। সুতরাং নিহত ব্যক্তি ও তার পিতার নাম দেখে বুঝা যায় নয়ন মিয়া মুসলিম ছিলেন।

এদিকে রাজশাহীর বাগমারা থানার অফিসার ইনচার্জ মোহাঃ তৌহিদুল ইসলাম বলেন, নয়নের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এখন পর্যন্ত নয়নকে হত্যা করা হয়েছে এমন কোনো আলামত বা তথ্য পাইনি। আমার জানামতে নয়ন মিয়া মুসলিম। সে হিন্দু ধর্মাবলম্বী এমন কোনো তথ্য আমি শুনিনি।

রিউমার স্ক্যানারের পুরো প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন

/আরএইচ

Exit mobile version