Site icon Jamuna Television

ঢাবি শিক্ষক খালেদ মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইন্সস্টিটিউটের শিক্ষক সহকারি অধ্যাপক খালেদ মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে অপরাজেয় বাংলায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থী,কর্মচারি, কর্মকর্তা ও শিক্ষক সমিতির প্রতিনিধিরাও অংশ গ্রহণ করেন। ২১ নভেম্বর ধর্ষণ মামলার অভিযোগে তাঁকে ও তার পিতাকে গ্রেফতার করে পুলিশ। এটিকে সাজানো মামলা ও অভিযোগ বলে দাবি করা হয়।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া শিক্ষক খালেদকে গ্রেফতার করে পুলিশ বাড়াবাড়ি করেছে। খালেদ মাহমুদের সাবেক স্ত্রী সাবেক র‍্যাব মহাপরিচালক মোখলেসুর রহমানের কন্যা। সম্প্রতি তাদের ডিভোর্স হয়েছে।

Exit mobile version