Site icon Jamuna Television

টঙ্গীর ঘটনায় বিভিন্নস্থানে তাবলীগ জামাতের বিক্ষোভ

টঙ্গী ইজতেমা ময়দানে হামলা ও একজন নিহতের ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ করেছে তাবলীগ জামাত’র একাংশ।

সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে তাবলীগ জামাতের একাংশের সদস্যরা। বক্তারা টঙ্গীর ইজতেমা মাঠে হামলায় জড়িতদের গ্রেফতার ও মাওলানা সাদের অনুসারীদের সব কার্যক্রম বন্ধের দাবি জানান। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন তারা।

ফরিদপুরে ওলামা ও তাবলীগবৃন্দের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইজতেমা মাঠে হামলাকারীদের বিচারের দাবি জানানো হয়। এছাড়া যশোর, চুয়াডাঙ্গাতেও প্রতিবাদ কর্মসূচি পালন করে তাবলীগ জামাতের একাংশের সদস্যরা।

Exit mobile version