Site icon Jamuna Television

আওয়ামী লীগ নেতা কাজী সিরাজুল ইসলাম অসুস্থ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী কাজী সিরাজুল ইসলাম অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।

তার ব্যক্তিগত সহকারী জানান, এবার ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন কাজী সিরাজ। কিন্তু তাকে মনোনয়ন না দেয়ায় তার কর্মী-সমর্থকরা আশাহত হন। শনিবার রাতে বোয়ালমারীর বাড়িতে তাদের সান্তনা দিতে গিয়ে নিজেই অসুস্থ অনুভব করেন। পরদিন সকালে শারীরিক অবস্থার আরও অবনতি হলে রোববার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হয় ঢাকায়। ভর্তি করা হয় ইউনাইটেড হাসপাতালে।

চিকিৎসকরা জানান, কাজী সিরাজ উচ্চ রক্তচাপসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল।

Exit mobile version