Site icon Jamuna Television

আল্লু অর্জুনকে থানায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে হায়দরাবাদ পুলিশ

হায়দারাবাদের একটি প্রেক্ষাগৃহে তার বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা-২’ সিনেমার প্রদর্শনীর সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয় ভারতের দক্ষিণী তারকা আল্লু অর্জুন। সেই মামলার বিষয়ে নেমেছে চিক্কদপল্লী থানার পুলিশ। থানায় প্রায় ৪ ঘণ্টা অবস্থান করেন আল্লু অর্জুন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, থিয়েটারে পদদলিত হওয়ার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আল্লুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই সাথে তার প্রতিক্রিয়াও রেকর্ড করা হয়। বিস্তারিত বক্তব্য রেকর্ড করে অভিনেতাকে যেতে দেওয়া হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে থানায় প্রবেশ করেন আল্লু। এরপর প্রায় ২টা ৪৫ মিনিটে থানা ত্যাগ করেন এই অভিনেতা।


পুরো প্রক্রিয়া চলাকালীন, অভিনেতার বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর চন্দ্রশেখর রেড্ডি থানায় অপেক্ষা করেছিলেন। থানায় প্রবেশ ও বের হবার ​​সময় আল্লু অর্জুনকে সেখানে উপস্থিত পুলিশ অফিসারদের অভ্যর্থনা জানাতে দেখা যায়।

উল্লেখ্য, নিম্ন আদালত কর্তৃক ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আদেশের কয়েক ঘণ্টার মধ্যে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। 

গত সপ্তাহে, পুষ্পা ২-এর প্রিমিয়ার শো-এর সময় হায়দরবাদে একটি সিনেমা হলে বেশ ভিড় হয়। সেখানে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী। অভিযোগ ছিল, আগে থেকে না জানিয়ে আল্লু অর্জুন এবং তার দল সেখানে গিয়েছিলো। এ দক্ষিণী তারকাকে দেখার জন্য প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

/এআই

Exit mobile version