Site icon Jamuna Television

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে দুইজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় বেশকয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের পর পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

/আরএইচ

Exit mobile version