Site icon Jamuna Television

বিপিএল মিউজিক ফেস্টে সিলেট মাতাবেন জেমস-আসিফ

ঢাকা মাতিয়ে বিপিএল মিউজিক ফেস্টের গন্তব্য চায়ের দেশ সিলেটে। আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম, গানের সুরে মাতাবেন নগর বাউল জেমস, আসিফ আকবর, মুযা ও সঞ্জয় ও তোশিবা।

প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবার সেটিকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে লাইনআপে আছে বেশ কিছু পরিবর্তন। থাকছেন না রাহাত ফাতেহ আলী খান আর জেফার। সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়।

সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা।

দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে স্টেডিয়ামের প্রবেশ পথ। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি ও স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।

/এআই

Exit mobile version