Site icon Jamuna Television

ধামরাই পৌরসভার সাবেক মেয়র কবীর মোল্লা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, সাভার:

ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সাভারের নবীনগরের র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতের অভিযোগে গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পৌরশহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে (বর্তমানে সাদ চত্বর) পুলিশের গুলিতে শহিদ হন সাদ। ওই ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকলেও পুলিশের কোনো সদস্যকে আসামি করা হয়নি।

এ মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় গোলাম কবীর মোল্লাকে। এছাড়াও আরও কয়েকটি মামলায় আসামি করা হয় তাকে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। 

/এমএইচ

Exit mobile version