Site icon Jamuna Television

সাভারে গাঁজা গাছসহ গ্রেফতার ২

সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি গাঁজা গাছসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মঞ্জুরুল আলম ঠান্ডু (৫৫) ও মো. ফজলে রাব্বি (২৪)। তাদের বাড়ির পেছনের গোয়াল ঘরের পাশ থেকে গাছ দুইটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সাভারের ওই এলাকায় গাঁজা চাষ করছেন ওই দুই ব্যক্তি। পরে অভিযান চালিয়ে গাছসহ তাদের গ্রেফতার করা হয়। তারা গাঁজা সেবনের পাশাপাশি তা বিক্রি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

/এএস

Exit mobile version