Site icon Jamuna Television

৫ দিন নিখোঁজ থাকার পর ফিরলেন সহ সমন্বয়ক খালিদ

৫ দিন নিখোঁজ থাকার পর পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিখোঁজ সহ সমন্বয়ক খালিদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ফিরেছেন তিনি। শারীরিকভাবে সুস্থ্যও আছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। তবে গত ৪ দিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনও জানা যায়নি।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফিরেনি। ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন বাবা। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি খালিদের সন্ধান।

খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

/এএস

Exit mobile version