Site icon Jamuna Television

বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যীশুর জন্মস্থান বেথলেহেমে

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসব- ক্রিসমাস। মধ্যরাত থেকেই শুরু হয় উদযাপন। এক প্রতিবেদনে ফ্রান্স-২৪ এ তথ্য জানায়।

ক্রিসমাস ইভে গির্জায়-গির্জায় হয় বিশেষ প্রার্থনা। রীতি অনুযায়ী-দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যীশুর জন্মস্থান বেথলেহেমে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নেটিভিটি চার্চে লাতিন ধর্মগুরু পিয়েরবাতিস্তা পিজ্জাবেলার নেতৃত্বে হয় ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনা।

সেন্ট্রাল বেথলেহেমে, টেরা সানক্টা স্কাউট ট্রুপ লাল স্কার্ফ পরে প্রধান শপিং স্ট্রীটে নামে। এছাড়াও ক্রিসমাস ক্যারল গাওয়া শিশুদের মিষ্টি আওয়াজে ভরে উঠে বেথলেহেমে। অনেকেই ব্যানারে যুদ্ধের ভয়ঙ্কর বার্তাগুলো লিখে প্রদর্শন করে। ব্যানারগুলোতে লিখা ছিলো ‘আমরা জীবন চাই, মৃত্যু নয় এবং এখনই গাজা গণহত্যা বন্ধ করতে হবে। “

ভ্যাটিক্যানের সেন্ট পিটার্স স্কয়ারে, পোপ ফ্রান্সিসের নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ৫ বছর পর, ক্রিসমাস প্রার্থনার আয়োজন চলছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজা-সিরিয়ায় বড়দিনের প্রার্থনায় শামিল হন খ্রিস্ট ধর্মানুসারীরা। এছাড়া, ইউরোপ-আমেরিকা’সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস উদযাপনে চলছে নানা আয়োজন।

/এআই

Exit mobile version