Site icon Jamuna Television

পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

আফগানিস্তান ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে একটি বৈঠকের আয়োজন করে। দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সাথে দেখা করেছেন পাকিস্তানের বিশেষ প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকের পর এক বিবৃতিতে মুত্তাকির দফতর বলে যে এই প্রতিনিধিদল দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক উন্নত করতে চায়। এই দু’টি দেশের মধ্যে প্রায় দুই হাজার ৬শ’ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

এদিকে, তালিবানের প্রধান ‍কূটনীতিক বলেন যে কাবুল, ইসলমাবাদের সাথে ইতিবাচক সম্পর্ক চায়। পাকিস্তানি দূত তার সামাজিক প্ল্যাটফর্ম এক্স’-এ লেখেন, ‘ব্যাপক আলোচনা করেছি। দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরালো করতে এবং এই অঞ্চলের শান্তি ও প্রগতির জন্য একত্রে কাজ করতে সম্মত হয়েছি।’

মূলত, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটপির সন্ত্রাসী আক্রমণ বেড়েছে এবং হাজার হাজার পাকিস্তানি সামরিক ও বেসমরিক লোকজনকে হত্যা করেছে যার ফলে দুই দেশের সম্পর্কের আরো অবনতি ঘটেছে।

/এআই

Exit mobile version