Site icon Jamuna Television

বড়দিনেও রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত ইউক্রেন

বড়দিনে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটির প্রায় দেড়শো কি.মি. এলাকাজুড়ে চালানো হয়েছে হামলা। এসব হামলায় মূল টার্গেট ছিলো বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ঘাঁটি। খবর, দ্য গার্ডিয়ানের।

রুশ বাহিনী এসব হামলার জন্য ব্যবহার করে কমপক্ষে ৭০টি মিসাইল ও শ’ খানেক ড্রোন। পুরোপুরি ধ্বংস করা হয়েছে হাইমার্স রকেট ও অর্ধশত ড্রোনসহ বহু অস্ত্রশস্ত্র। একাধিক সামরিক বিমানবন্দরেও হয়েছে তীব্র হামলা।

ক্রিসমাসের দিনে এমন হামলাকে অমানবিক আখ্যা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। চলতি বছর এ নিয়ে ১৩তম বারের মতো বড় রুশ হামলার টার্গেট হলো ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলো।

ফ্রন্টলাইনগুলোতে রাশিয়া-ইউক্রেনের সেনাদের মধ্যে চলছে ব্যাপক লড়াই। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য মতে, দুইশোরও বেশি স্থানে সরাসরি লড়াই হচ্ছে দু’পক্ষের মধ্যে।

/এমএইচআর

Exit mobile version