Site icon Jamuna Television

পদপিষ্টে নিহতের পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন আল্লু অর্জুন

ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ গোটা পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করে একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। এবার ভুক্তভোগী পরিবারকে ২ কোটি ভারতীয় রুপি সহায়তা দেয়া হচ্ছে।

জানা গেছে, ২ কোটি রুপির মধ্যে আল্লু অর্জুন দিচ্ছেন ১ কোটি, সিনেমার প্রযোজনা সংস্থা মিথরি মুভিস এবং পরিচালক সুকুমার দিচ্ছে ৫০ লাখ রুপি করে।

এর আগে চলতি মাসের ৪ তারিখে হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির স্ক্রিনিংয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৬ বছর বয়সী নারী রিভাতি। এসময় গুরুতর আহত হয় তার শিশু সন্তান।

/এটিএম

Exit mobile version