Site icon Jamuna Television

এখনই সময় বিচ্ছেদের সব দেয়াল ভেঙে ফেলার: বড়দিনের ভাষণে পোপ

পৃথিবীজুড়ে বিচ্ছেদের সব দেয়াল ভেঙে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনকে আরও সুদৃঢ় করার উপযুক্ত সময় এটি এমন মন্তব্য করেছেন ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার (২৫ ডিসেম্বর) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষের সামনে বড়দিনের ভাষণে খ্রিস্টান ধর্মগুরু এ কথা বলেন।

পোপ বলেন, এখন বিচ্ছেদের সব দেয়াল ভেঙে ফেলার সময় হওয়া উচিত। পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার আহ্বান জানান এ ধর্মীয় নেতা।

গাজায় চলমান ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক হয়ে ওঠা পোপ যুদ্ধবিরতির সঙ্গে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য আহ্বান পুনর্ব্যক্ত করেন এদিন। পোপ বলেন, আমরা যুদ্ধের কথা ভাবি, মেশিনগানে নিহত শিশুদের কথা ভাবি, স্কুল ও হাসপাতালে বোমা হামলার কথা ভাবি। এসব থেকে পরিত্রাণ পেতে চাই আমরা।

বক্তব্যে চলমান গাজা পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ অভিহিত করে ‘সংলাপ ও শান্তির দরজা খুলে দেয়ার আহ্বান জানান তিনি।

অপরদিকে, লেবানন, মালি, মোজাম্বিক, হাইতি, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়ার মতো জায়গায় রাজনৈতিক, সামাজিক বা সামরিক সংঘাতের অবসানেরও আহ্বান জানিয়েছেন পোপ।

/এমএইচআর

Exit mobile version