Site icon Jamuna Television

ভোলা-১ আসনে ইভিএমে ভোট চেয়ে আন্দালিবের রিট খারিজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে ইভিএমে ভোটগ্রহণ চেয়ে করা বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।

আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনের প্রার্থী।

চলতি সপ্তাহে এ আসনে ইভিএমে ভোটগ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করেন তিনি।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন গণমাধ্যমকে বলেন, ইভিএমে ভোটগ্রহণ চেয়ে করা পার্থর রিটটি আদালত সরাসরি খারিজ করে দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন তফসিল ঘোষণার পর ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের বিষয়, যা রিট আবেদনে চ্যালেঞ্জ করা যায় না।

Exit mobile version