Site icon Jamuna Television

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

প্রতীকী ছবি।

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে মারুফ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ আহমদ একই উপজেলার জিঙ্গাবাড়ী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে মারুফসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় প্রবেশ করে। এ সময় তাদের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় একজন খাসিয়া নাগরিক গুলি ছোঁড়ে। এতে মারুফ গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এই ঘটনায় বিজিবির মিনাটিলা বিওপি তাৎক্ষণিকভাবে বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানায়।

/আরএইচ

Exit mobile version