Site icon Jamuna Television

নাম প্রত্যাহারের আবেদন করেছেন দুই ‘অমুক্তিযোদ্ধা’

মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় থাকা দু’জন নাম প্রত্যাহারের আবেদন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে তারা তালিকা থেকে নাম সরিয়ে নিতে চান। উপদেষ্টার কাছে এরইমধ্যে তারা লিখিত আবেদনও করেছেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদের একজন মুন্সিগঞ্জের এবং অপরজন রাজবাড়ীর। তারা ভাতা ছাড়া আর কোনো সুযোগ-সুবিধা নেননি বলে দাবি করেছেন।

এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেছিলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় নাম উঠিয়েছেন, তারা নিজ থেকে সাড়া দিলে ক্ষমার আওতায় আনা হবে। আর না দিলে প্রতারণার দায়ে অভিযুক্ত করা হবে।

সে বক্তব্যে অনুপ্রাণিত হয়ে একজন লিখেছেন, আমি আবেগ আপ্লুত হয়ে স্বেচ্ছায় গেজেট এবং সনদ বাতিল করার জন্য আবেদন করেছি। আর ভুলের জন্য মুক্তিযোদ্ধা এবং দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।

আরেকজন বেসামরিক গেজেট এবং লাল মুক্তিবার্তা থেকে নাম প্রত্যাহার এবং দায়মুক্তির অনুরোধ করেছেন।  

বিষয়টিকে তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক হিসেবে দেখছে মন্ত্রণালয়। আরও যারা এমন আছেন, তাদেরও দ্রুত সাড়া দেয়ার আহ্বান জানানো হয়েছে।

/এমএমএইচ

Exit mobile version