Site icon Jamuna Television

ডিবিএফের ১০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ব্যাটমিন্টন ফেডারেশনের (ডিবিএফ) ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) নানা আয়োজন করে সংগঠনটি।

বুধবার সকাল ৯টায় র‍্যালির মাধ্যমে আয়োজনটি শুরু হয়। ছোটকাল থেকে দক্ষিগাঁওয়ে বেড়ে উঠা ভিন্ন বয়সীরা এই মিলনমেলায় যোগ দেন। পরে ডিবিএফের পরিচয় পর্ব, স্মৃতিচারণ, এলাকার বয়োজৈষ্ঠ্যদের সম্মাননা প্রদান, খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এ সময় অংশগ্রহণকারীরা শৈশব-কৈশোরের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। এতে আনন্দঘন মুহূর্ত তৈরি হয়। অনেকে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণও হয়ে উঠেন।

ডিবিএফের সভাপতি মো. শওকত ইসলাম তপু বলেন, এমন একটি আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। দক্ষিণগাঁওয়ে ছোটবেলা থেকে বড় হওয়া অনেকে পেশাগত বা অন্য অনেক কারণে এলাকা থেকে দূরে রয়েছেন। তাদের আমরা এক করার চেষ্টা করেছি।

/আরএইচ

Exit mobile version