Site icon Jamuna Television

ইপিজেড শ্রম আইন, ২০১৮’র খসড়ার চূড়ান্ত অনুমোদন

ট্রেড ইউনিয়নের বিধান রেখে ‘ইপিজেড শ্রম আইন, ২০১৮’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।

বিদ্যমান শ্রম আইনের সাথে সামঞ্জস্য রেখে আইনটির প্রস্তাব করা হয়েছে। এতে দুই তৃতীয়াংশের সমর্থন নিয়ে ধর্মঘট করার অধিকার রাখা হয়েছে। থাকছে শ্রমিকদের গঠনতন্ত্র তৈরির অধিকারও। এছাড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বীমা করপোরেশন আইনেরও। এখন থেকে জীবন বীমার ক্ষেত্রে অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন থাকতে হবে ৩০ কোটি টাকা। আর সাধারণ বীমার ক্ষেত্রে এই হার হবে যথাক্রমে ৫০০ কোটি ও ১২৫ কোটি টাকা।

অন্যদিকে ‘ নবম সংবাদপত্র মজুরি বোর্ড’ বাস্তবায়নে ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ প্রবিধাণের নীতিগত খসড়াও চূড়ান্ত করেছে মন্ত্রিসভা। এতে করে পার্বত্য চট্টগ্রামে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আগে বাজারমূল্যের সাথে শতকরা ১৫ টাকা ক্ষতিপূরণ দেয়া হলেও সংশোধনীতে বাড়ানো হয়েছে।

Exit mobile version