Site icon Jamuna Television

অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার সময় বেঁধে দিল সরকার

দেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে এসব বিদেশিদের বৈধ হতে হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক দেশে অবৈধভাবে অবস্থান করছেন অথবা কর্মরত রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে অবস্থানকারী ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, দেশে অবৈধভাবে অবস্থানরত বা কর্মরতদের সংশ্লিষ্ট সব দফতর বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, গত ৮ ডিসেম্বর অবৈধভাবে দেশে অবস্থান বা কর্মরত বিদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তখন কোনো সময় বেঁধে দেয়নি মন্ত্রণালয়। তবে এবার জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিন সরকার।

/আরএইচ

Exit mobile version