Site icon Jamuna Television

চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন 

রংপুর ব্যুরো:

রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে রাত ৯টা ৩৫ মিনিটে নিজ বাড়িতে পৌঁছায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের মরদেহ। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে নেয়া হয় নয়নের মরদেহ। বেলা আড়াইটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাত্রা শুরু করেছিল ফায়ার সার্ভিস কর্মীরা।

নয়নের কফিনবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছানোর সাথে সাথে তাকে একনজর দেখার জন্য বাড়িতে জড় হতে থাকেন হাজারো গ্রামবাসী। পুরো বাড়িতে তৈরি হয় আহাজারি, কান্নার রোল। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ নামানোর পর তাকে একনজর দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। 

পরে বাড়ির পাশের একটি মাঠে তার জানাজার আয়োজন করা হয়। সেখানে নয়নের বাবা আক্তারুজ্জামানসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

/এনকে

Exit mobile version