Site icon Jamuna Television

বাল্টিক সাগরে জব্দ রাশিয়ান তেলবাহী জাহাজ

বাল্টিক সাগরে জব্দ করা হয়েছে রাশিয়ান একটি তেলবাহী জাহাজ। যাত্রাপথে ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মাঝে সংযোগ স্থাপনকারী গভীর সামুদ্রিক বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া সন্দেহে আটক করা হয় জাহাজটিকে। খবর স্কাই নিউজের।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ‘ঈগল এস’ নামের এই রুশ জাহাজটিকে জব্দ করে ফিনল্যান্ডের কোস্ট গার্ড। বৈদ্যুতিক তারের পাশাপাশি চারটি ইন্টারনেট সংযোগের তারও বিচ্ছিন্ন করেছে তেলবাহী নৌযানটি। এ ঘটনাটিকে ‘উত্তেজনাকর অপরাধ’ হিসেবে খতিয়ে দেখছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড।

২০২২ সালে বাল্টিক সাগরের গভীরে বৈদ্যুতিক, গ্যাস ও টেলিকম লাইন প্রতিষ্ঠার মাধ্যমে ঐ অঞ্চলের দেশগুলোর মাঝে সংযোগ স্থাপন করা হয়। এরপর থেকে সমুদ্রের এ নির্দিষ্ট অঞ্চলে বিরাজমান আইনশৃঙ্খলা বাহিনী ও কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা বিরাজমান।

/এএম

Exit mobile version