Site icon Jamuna Television

তেল আবিবে হামলার দাবি করেছে হুতি

ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের বিমানবন্দরের একটি স্ট্রাইক করে হুতিরা। সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হেনার পর এক পাল্টা হামলা করে হুতিরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলার দায় স্বীকার করেছেন। এর আগে, শহরটিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

সারি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী হাইপারসনিক মিসাইল ব্যবহার করে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি নির্দিষ্ট সামরিক অভিযান চালায়।

“ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে পৌঁছাতে সফল হয়েছে,” বিবৃতিতে সারি যোগ করে বলেন। অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরে চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে, এই হামলার পর ইসরায়েল এখনও কোন বিবৃতি দেয়নি। সেই সাথে, দেশটিতে বিমান ভ্রমণ বন্ধের বিষয়টিও নিশ্চিত করেনি। সাম্প্রতিক সময়ে হুতি গোষ্ঠীর হামলায় বেশ চাপে রয়েছে ইসরায়েলি বাহিনী।

/এআই

Exit mobile version