Site icon Jamuna Television

অত্যধিক ঠান্ডা’র কারণে গাজায় স্বাস্থ্যকর্মী নিহত

একদিকে যুদ্ধ, একের পর এক হামলা। অন্যদিকে, কনকনে ঠাণ্ডায় নাজেহাল অবস্থা গাজাবাসীর। ইসরায়েলি বিমান হামলার আহতের চিকিৎসা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন স্বাস্থ্যকর্মী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন আল-হাকিম আহমেদ আল-জাহারনেহ।ইউরোপীয় গাজা হাসপাতালে কর্মরত ক্রুদের মধ্যে একজন ছিলেন। শীতের মৌসুমে ‘চরম’ আবহাওয়ার কারণে তিনি মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রনালয়।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় তার তাঁবুর ভেতরে লাশ পাওয়া গেছে। বাস্তুচ্যুত নাগরিকরা যে কঠিন মানবিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এটি তারই এক জলজ্যান্ত প্রমাণ বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিম্ন তাপমাত্রার কারণে গাজার বাসিন্দাদের দুর্ভোগ বেড়েই চলেছে।

/এআই

Exit mobile version