Site icon Jamuna Television

জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন

বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন দিয়েছে জাপান সরকার। আগামী অর্থবছরের বাজেট রেকর্ড ১১৫.৫ ট্রিলিয়ন ইয়েন (৭৩০ বিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ অনুমোদন করেছে দেশটি। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর, সামাজিক কল্যাণ এবং আঞ্চলিক হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।

ওই মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে টোকিও জানায়, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে ‘সবচেয়ে কঠিন ও জটিল নিরাপত্তা পরিবেশ’ মোকাবেলা করছে। এর আগে, প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাও অনুরূপ সতর্কতা উচ্চারণ করেন।

এর আগে, ২০২৩ সালে, জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে বাজেট ছিলো ১১০ ট্রিলিয়ন ইয়েন। তবে চলতি বছর সেটিকে বাড়িয়ে ১১৪.৩৮ ট্রিলিয়ন ইয়েন করা হয়েছে। যার ফলে, বয়স্ক জনসংখ্যার জন্য পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মন্ত্রিসভা বিলটি অনুমোদন করে। আগামী মাসে শুরু হওয়া নিয়মিত অধিবেশনে আলোচনার জন্য খসড়াটি সংসদে জমা দেয়া হবে।

/এআই

Exit mobile version