Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় নেয়ার কথা বলে ইন্দোনেশিয়ায় জিম্মি, ১২ বাংলাদেশি উদ্ধার

আহমাদুল কবির, মালয়েশিয়া:

ইন্দোনেশিয়ার পাদাংসিডিমপুয়ান শহরের জালান মাওয়ার এলাকার এক বাড়ি থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় মানব পাচারকারী এক দম্পতিকেও আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাদাংসিডিমপুয়ানের পুলিশ প্রধান একেবিপি উইরা প্রয়াতনা এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ১২ জনকে বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া থেকে জলপথে মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পাদাংসিডিমপুয়ানের জালান মাওয়ারের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এতে আরও বলা হয়, ওই বাড়িতে আটকে রেখে পাচারকারীরা প্রত্যেকের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিলে তাদের মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়ার কথাও বলা হয়।

আটক দম্পতিকে ইন্দোনেশিয়ার মানব পাচারের অপরাধ সম্পর্কিত আইনে অভিযুক্ত করা হয়েছে বলে জানানো হয়। এই আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে, উদ্ধার হওয়া ১২ বাংলাদেশিকে উত্তর সুমাত্রা প্রদেশের সিবোলগা ইমিগ্রেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

/আরএইচ

Exit mobile version