Site icon Jamuna Television

আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আবদুল্লাহর বাড়িতে জামায়াতের আমির শফিকুর রহমান

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হয়ে নিহত শিক্ষার্থী আবদুল্লাহর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বড় আঁচড়া গ্রামে তাদের বাড়ি যান জামায়াতের আমির।

আবদুল্লাহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকায় গুলিবিদ্ধ হন। তিন মাসের অধিক সময় চিকিৎসাধীন থাকার পর গত ১৪ নভেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

জামায়াতের আমির নিহত আবদুল্লাহর বাড়িতে যান এবং তার মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সাথে দেখা করে তাদের খোঁজ-খবর নেন। আবদুল্লাহর কবর জিয়ারত করেন। এর আগে, তিনি যশোর টাউন হল ময়দানে জামায়াতে ইসলামীর এক দলীয় অনুষ্ঠানে যোগ দেন এবং দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আবদুল্লাহ এলাকার গৌরব। তার কারণে আজ আমাদের এখানে আসা। তিনি শহীদ না হলে আদৌও এখানে আসার সৌভাগ্য হতো কিনা আমি জানি না। তিনি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগের জন্য জাতি গর্বিত।

/এনকে

Exit mobile version