Site icon Jamuna Television

রাডার ফাঁকি দিতে সক্ষম নতুন ডিজাইনের ২টি যুদ্ধবিমান লঞ্চ করেছে চীন

স্টিলথ প্রযুক্তির কিংবা রাডার ফাঁকি দিতে সক্ষম এমন নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমান লঞ্চ করেছে চীন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশটির চেংদু শহরের আকাশে গোপন বৈশিষ্ট্যযুক্ত দুটি চীনা সামরিক বিমান উড়তে দেখা যায়। এরপরই বিমান দু’টির ঝাপসা ছবি অনলাইনে ভাইরাল হয়ে যায়। এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানগুলো স্পষ্টতই অত্যাধুনিক নকশায় তৈরি। তবে ছবিগুলো অস্পষ্ট হওয়ায় ও বিস্তারিত তথ্য না থাকায়, সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিশেষজ্ঞরা।

এদিকে, ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স যুদ্ধবিমান দুটির একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। স্যাটেলাইট ছবি ও ফাইল ছবির সঙ্গে কাছাকাছি ভবন, সাইনবোর্ড, লোগো ও গাছপালার মিল পাওয়া গেছে। তবে সেই উড্ডয়নের তারিখটি যাচাই করা সম্ভব হয়নি।

রয়টার্স বলছে, দুটি বিমানেরই ডিজাইন লেজবিহীন, অর্থাৎ এগুলোর পেছনে খাড়া কোনো স্ট্যাবিলাইজার নেই। আর এমন যুদ্ধবিমানের ভারসাম্য নিয়ন্ত্রণ সাধারণত কম্পিউটারের মাধ্যমে করা হয়।

/এআই

Exit mobile version