Site icon Jamuna Television

সাদ পন্থী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-হতাহতের ঘটনায় মাওলানা সাদ পন্থী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, বর্তমানে তাকে চট্টগ্রাম থেকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

গ্রেফতার জিয়া বিন কাসেম মামলায় ৬নং আসামী। এর আগে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামী মোয়াজ বিন নুরকে গ্রেফতার করে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বলেন, আমাদের থানা পুলিশ ও যৌথ বাহিনীর দল শুনেছে তাকে গ্রেফতার করেছে। তবে এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি।

/এসআইএন

Exit mobile version