Site icon Jamuna Television

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম ও সম্পাদক তানভীর

পিরোজপুর করেসপনডেন্ট:

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে এস. এম. রেজাউল ইসলাম শামীম (আমার দেশ) সভাপতি ও এস. এম. তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ওই দুটি পদসহ অন্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি) ও খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা)। যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ (মানবজমিন), দফতর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার (ইন্ডিপেডেন্ট টিভি ও আজকের পত্রিকা), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায় (বাংলা ভিশন), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মো. জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী) এবং নির্বাহী সদস্য মাহামুদ হোসেন (ইউএনবি), গৌতম নারায়ন রায় চৌধুরী (দৈনিক ঢাকা প্রতিদিন), এমএ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক খোলা কাগজ ও বনিক বার্তা), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (আমাদের সময়), ওয়াহি হাসন বাবু (ইনকিলাব) ওকেএম হাবিবুর রহমান (ডেইলী স্টার ও ডিবিসি টিভি)।

/এএস

Exit mobile version