Site icon Jamuna Television

জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল ও রাশিয়াকে সুবিধা দেয়ার অভিযোগে জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের বিডজিনা ইভানিশভিলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।

নব্বইয়ের দশকে রাশিয়ায় টেলিকম খাত ও বিভিন্ন ধরনের ধাতব শিল্পের বাণিজ্য করে বিলিয়ন বিলিয়ন ডলার কামানোর অভিযোগ আছে ইভানিশভিলির বিরুদ্ধে। ক্ষমতায় আসার পর তিনি নিজ দেশকে পশ্চিমা বিশ্ব থেকে দূরে সরে নিয়েছিলেন এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে জড়ানোর চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

সমালোচকরা বলছেন, ইভানিশভিলির জর্জিয়ান ড্রিম পার্টির শাসনামলে দেশটি অত্যধিক কর্তৃত্ববাদী ও মস্কোপন্থী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রুশ ফেডারেশনকে সুবিধা দেয়ার জন্য জর্জিয়ার গণতান্ত্রিক ও ইউরো-আটলান্টিক ভবিষ্যৎ ক্ষুণ্ন করার দায়ে ইভানিশভিলির বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।

নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা ইভানিশভিলির যেকোনও ধরনের সম্পদ জব্দ করবে ওয়াশিংটন। পশ্চিমা বিশ্বের সঙ্গে জর্জিয়ার বছরের পর বছর ধরে তিক্ত সম্পর্ক চলে আসছে। এর মাঝেই দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

তবে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে এই পদক্ষেপকে ‘ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করেছেন।

/এনকে

Exit mobile version