Site icon Jamuna Television

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ

চাঁদপুর করেসপনডেন্ট:

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে বাংলা ভিশনের রহিম বাদশা ও সাধারণ সম্পাদক হিসেবে যমুনা টেলিভিশনের কাদের পলাশ নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন উপ-পরিষদ কমিটি গঠন করা হয়।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি), সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), আলম পলাশ (প্রথম আলো), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম (চ্যানেল আই), মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দীপ্ত টেলিভিশন), তালহা জুবায়ের (এখন টিভি), চৌধুরী ইয়াসিন ইকরাম (চাঁদপুর কণ্ঠ), এ কে আজাদ (চাঁদপুর দর্পণ)।

এছাড়া, কোষাধ্যক্ষ হিসেবে কে এম সালাউদ্দিন (চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ (বাসস), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক (আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (চাঁদপুর দর্পণ) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মাজহারুল ইসলাম অনিক (ঢাকা টাইমস) নির্বাচিত হয়েছেন।

Exit mobile version