Site icon Jamuna Television

গাজীপুরে ওষুধ তৈরির কারখানায় কেমিক্যাল ড্রাম বিষ্ফোরণ, দগ্ধ ৪

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুরে মহানগরীর ওষুধ তৈরির এক কারখানার গুদামে থাকা কেমিক্যাল ড্রাম বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার ৪ জন কর্মী দগ্ধ হয়েছেন। শনিবার (২৮) বিকেলে মহানগরীর কোনাবাড়ি থানার বিসিক এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, কোনাবাড়ি থানার হরিনাচালা এলাকার হৃদয় (২৩), বাইমাইল এলাকার আব্দুল্লাহ (২০), হৃদয় আহমেদ স্বাধীন (১৯) এবং বগুড়ার শেরপুর এলাকার আরমান আলী (২১)। আহতদের জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি মডার্ণ স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যায়। তবে এর আগেই কারখানার কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আহতদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, শনিবার বিকেলে কারখানাটির টিনসেড গুদামে থাকা বৈদ্যুতিক সুইচবোর্ডে স্পার্কিং হয়। এ সময় আগুনের স্ফুলিঙ্গ সুইচবোর্ডের পাশে রাখা ক্যামিকেলের একটি ড্রামে পড়লে বিস্ফোরণ ঘটে। এতে টিনের চালা উড়ে গিয়ে দুইশগজ দূরের সড়কে পড়ে।

/আরএইচ

Exit mobile version