Site icon Jamuna Television

জামালপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজশিক্ষক নিহত

জামালপুর করেসপনডেন্ট:

জামালপুরের সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাজু আহমেদ নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনার তার স্ত্রী সাদিয়া আক্তার গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) সকালে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজু আহমেদ (৩৫) জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে রাজু আহমেদ স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। এরপর সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে তার স্ত্রী সাদিয়া আক্তার পড়ে যান। এ সময় পেছন তাকাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে মোটরসাইকেলটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন রাজু। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

/আরএইচ

Exit mobile version