বিগত সরকারের সময়ে সরকার কর্তৃক নিগৃহিত সৈনিকদের ন্যায্য পাওনা ফেরত পাওয়ার দাবিতে জাহাঙ্গীর গেইটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবার।
আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর জাহাঙ্গীর গেটে এই কর্মসূচির আয়োজন করে চাকরীচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্লাটফর্ম ‘সহযোদ্ধা’।
প্রথমে সড়কে অবস্থান না নিলেও বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এসময় ৩টি দাবি পেশ করেন তারা।
উপদেষ্টা মণ্ডলীর সুদৃষ্টি কামনা করে বলেন, চাকরীচ্যুত সময় থেকে এখন পর্যন্ত পাওনা সম্পূর্ণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসহ চাকরি পুর্নবহাল করতে হবে। চাকরি পুর্নবহাল করা সম্ভব না হলে তাদের সরকারি সকল সুযোগ সুবিধাসহ সম্পূর্ন পেনশনের আওতাভুক্ত করতে হবে। পাশাপাশি যে আইন কাঠামো ও এক তরফা বিচার ব্যাবস্থার প্রয়োগে চাকুরীচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যাবস্থার সংস্করনের দাবি জানান তারা।
/এমএইচ
Leave a reply