Site icon Jamuna Television

কী থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে?

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে সারজিস আলম বলেন, আমরা বিপ্লবের একটি মাত্র ধাপ পার করেছি। বিগত ১৬ বছরে জনগণ অনেক অন্যায়-অত্যাচার সহ্য করেছে। এজন্যই মানুষ রাজপথে নেমেছিল। দেশের মানুষের আশা-আকাঙ্খাগুলো লিপিবদ্ধ থাকা উচিত। সেই দলিল আগের সিস্টেমকে বাতিল ঘোষণা করবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলোর মত নিয়ে সংশোধন বা পরিমার্জন করা হচ্ছে। এ সময় ঘোষণাপত্রটি আরও আগেই দেয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, ২০১৮ সালের কোটা ও সড়ক আন্দোলন শেখ হাসিনার ভীত নাড়িয়ে দেয়। চব্বিশের আন্দোলন সেখানে শেষ পেরেক মারে। একাত্তরে বিপ্লব বেহাত হয়েছে উল্লেখ করে বলেন, চব্বিশেরটা তেমন হতে দেয়া হবে না।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তারা অভ্যুত্থানের বৈধতাকে প্রশ্ন করছে। তাই একটি লিগ্যাল ডকুমেন্ট থাকা উচিত। এই ঘোষণাপত্র কোনো দলের নয়। এতে গণমানুষের আশা-আকাঙ্খার ইশতেহার ঘোষিত হবে। মানুষ যে মুজিববাদী চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার স্বীকৃতি দেয়া হবে।

বাহাত্তরের সংবিধানকে মুজিববাদি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে। পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কথাও বলেন তিনি।

/আরএইচ

Exit mobile version