Site icon Jamuna Television

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কাউনিয়ার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে তাকে তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা জয়।

আব্দুল মজিদ রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের মহেশা গ্ৰামের কপিল উদ্দিনের পুত্র।

রংপুর নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর এবং হত্যাচেষ্টার ঘটনায় ১৪ অক্টোবর মামলা করেন গুরুতর আহত ফারুক। ওই মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মজিদের নাম রয়েছে। তাকে সেনাবাহিনী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

/এনকে

Exit mobile version