Site icon Jamuna Television

শেখ হাসিনা দেশে এসে গ্লিসারিন নিয়ে কান্নাকাটি করবে: শফিক রেহমান

১৫ আগস্ট, বিডিয়ার হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা তিন ঘটনার সাথে সম্পৃক্ত শেখ হাসিনা। এসব ঘটনায় সেই হাসিনার ফাঁসি দেয়ার দাবি করেছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান।

রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিডিয়ার হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সার্বভৌমত্ব আন্দোলন। অনুষ্ঠানে অংশ নিয়ে শফিক রেহমান বলেন- এক বছর নয়, এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচারের কাজ শেষ হওয়া উচিত। এসময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না এনে বিচারকার্য করারও দাবি জানান তিনি।

তিনি বলেন- আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে, কারণ সে খুনি। দেশে এসে পকেটে গ্লিসারিন ও লেবুর পানি নিয়ে আসবেন। কান্নাকাটি করবেন। তাই তাকে দেশে আনা মানে আরেকটি প্রহসন আরেকটি তামাশা। আমরা জানি সে খুন করেছে। তাই দেরি না করে এখনই রায় দেয়ারও দাবি জানান এই প্রবীণ সাংবাদিক।

/এটিএম

Exit mobile version