Site icon Jamuna Television

বিপিএল টিকিটের দাম কতো, পাওয়া যাবে কীভাবে

বিপিএলের একাদশ আসর শুরু হচ্ছে আগামীকাল সোমবার। প্রথম দফায় খেলা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হবে বিপিএলের ম্যাচ। আজ রোববার (২৯ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্টেডিয়ামে গ্যালারির অবস্থানের ভিত্তিতে সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা দামের টিকিট কিনতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে।

অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।

শেরে বাংলা স্টেডিয়ামের টিকিটমূল্য: গ্রান্ড স্ট্যান্ড (লোয়ার) ও গ্রান্ড স্ট্যান্ড (আপার) উভয় জায়গায় টিকিটমূল্য দুই হাজার টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ১০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক) ১০০০ টাকা, ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ৫০০ টাকা, ক্লাব হাউজ নর্থ (শহীদ ‍জুয়েল স্ট্যান্ড) ৫০০ টাকা, ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড-জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা, সাউদার্ন গ্যালারি ৩০০ টাকা, নর্দার্ন গ্যালারি ৩০০ টাকা ও ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা।

/এনকে

Exit mobile version