Site icon Jamuna Television

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত আরাফাত হোসেন উপজেলার আড়পাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

আরাফাত হোসেনের বাবা শফিউদ্দিন জানান, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসে আরাফাত। এরপর খবর পেয়ে তিনি আরাফাতের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান জানান, মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২নং ব্রীজের কাছে এ দুঘর্টনা ঘটেছে। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে যুবক।

তিনি আরও জানান, ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করে। যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এএস

Exit mobile version