Site icon Jamuna Television

শেখ হাসিনা ভারতের কাছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিল: জামায়াত সেক্রেটারি

জামালপুর করেসপনডেন্ট:

ভারতের কাছে শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। সেজন্যই নরেন্দ্র মোদি আমাদের বিজয়কে বলে ‘ইন্ডিয়াস ভিক্টরি’— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, আমাদের স্বাধীনতা ভারতের কাছে নিরাপদ নয়।

রোববার (২৯ ডিসেম্বর) জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মোদি আমাদের বিজয় দিবসে তার বিবৃতিতে বাংলাদেশের নামটি একবারও বলেনি। ৫৩ বছর পর ভারত প্রমাণ দিয়েছে তারা আমাদের পাশে কীভাবে ছিল। মুক্তিযুদ্ধে তাদের স্বার্থে সাহায্য করেছে। স্বাধীনতার পর ভারতীয় সেনারা এদেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে।

বড় বড় মেগা প্রকল্প থেকে শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিট সিদ্দিক মিলে দেশের লাখ লাখ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোড ম্যাপ দাবি করেন।

/এনকে

Exit mobile version