Site icon Jamuna Television

বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা জেসন রয়কে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যপিটালস। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ঢাকাইয়ারা, তোমরা বড় নাম চেয়েছিলে, এবং এখানে তারা। বিশ্বচ্যাম্পিয়ন, বড় নাম। জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারে নতুন সংযোজন। আমরা তোমাকে পেয়ে আনন্দিত, জেসন রয়।

এবারের বিপিএলে ঢাকার হয়ে খেলার কথা ছিল পাকিস্তানের তরুণ সেনসেশান সাইম আইয়ুবের। কিন্তু এই ওপেনারকে অনাপত্তি পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে দলের বিদেশি ওপেনারকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছে ঢাকা। এমন অনিশ্চয়তার মধ্যেই বিশ্বকাপজয়ী ইংলিশ ওপেনারকে দলে ভেড়ানোর ঘোষণা দিল ফ্র্যাঞ্চাইজিটি।

তবে রয় এখনো দলের সঙ্গে যোগ দেননি। শিগগিরই ঢাকা শিবিরে তিনি যোগ দেবেন বলে জানিয়েছে ক্যাপিটালসের কর্মকর্তারা।

/এমএইচআর

Exit mobile version