Site icon Jamuna Television

তারিক আহমেদ সিদ্দিকসহ ৮ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক

দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আটজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়ার পর ৫ জনের অনুসন্ধান দল গঠন করেছে কমিশন।

তারিক আহমেদ সিদ্দিক ছাড়া অভিযুক্ত আরও যারা রয়েছেন– বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, সাবেক যুগ্মসচিব জনেন্দ্রনাথ সরকার, সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, মাহবুব আনাম ও অ্যারোনেস ইন্টারন্যাশনালের কর্ণধার লুৎফুল্লাহ মাজেদ।

এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম মাকসুদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির মাধ্যমে ৪ হাজার কোটি টাকা আত্মসাতের আরেকটি অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক।

/এএম


Exit mobile version