Site icon Jamuna Television

যমুনায় সংবাদ প্রচারের পর ঘুষ গ্রহণ করা সেই অফিস সহায়ক সাময়িক বরখাস্ত

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে সরকারি সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার অফিসে ঘুষ গ্রহণের চিত্র প্রচার করে যমুনা টেলিভিশন। পরে, বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক জামাল মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অফিস সহায়ক জামাল মোল্লা সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক ২৯ ডিসেম্বর থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক জীবনধারন বা খোরপোষের ভাতা প্রাপ্য হবেন।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন বলেন, যমুনার প্রতিবেদনটি বিভাগীয় অফিসার ও মন্ত্রণালয়ের অফিসার দেখেছেন। তাদের নির্দেশনায় জামাল মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তার বিষয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে অভিযোগ অস্বীকার করে জামাল মোল্লা বলেন, শশুর বাড়ি এলাকার ওই শিক্ষকের থেকে তিনি ধারের টাকা ফেরত নিচ্ছিলেন। আসলে অন্য একজনের নাম ঢুকিয়ে দেয়ার জন্য তাকে খুশি করার বিষয় আলোচনা চলছিল।

/এসআইএন

Exit mobile version