Site icon Jamuna Television

বিপিএলে খুলনার নেতৃত্বে মিরাজ

আজ থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ তম আসরের। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। আগামীকাল চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। তার বিপিএলের এবারের আসরে নিজেদের অধিনায়কের সাথে পরিচয় করিয়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

টাইগার্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্ট শুরুর আগের রাতে (রোববার) জমকালো আয়োজনে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে খুলনা। আসরের সবশেষ দল হিসেবে নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করলো ফ্র্যাঞ্চাইজিটি।

একই অনুষ্ঠানে নিজেদের জার্সি উন্মোচনও করেছে দলটি। সম্প্রতি মিরাজের নেতৃত্বে উইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে পেয়েছে হোয়াইটওয়াশের স্বাদ। যেখানে বল ও ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ।

এবার তার নেতৃত্বে বিপিএলে ভালো কিছুর প্রত্যাশা খুলনা টাইগার্সের। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা টাইগার্সের স্বত্ত্বাধিকারী ইকবাল আল মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম ও দলের ক্রিকেটাররা।

/এনকে

Exit mobile version