Site icon Jamuna Television

চাকরির সাক্ষাৎকার দিতে এসে বাসের ধাক্কায় চিকিৎসক নিহত

রাজধানীর বিজয় সরণীতে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী আখতার জাহান রুমা নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। ভোরের এই দুর্ঘটনায় আহত হন সিএনজি অটোরিকশার চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলীগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় মহাখালীগামী একটি বাস। এতে, অটোরিকশার আরোহী ও চালক আহত হন। আহত নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে, তার লাশ শনাক্ত করেন স্বজনরা। দুর্ঘটনায় নিহত আখতার জাহান সিলেটের ওসমানী নগরের বার্ডসআই হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি শ্যামলীর একটি চক্ষু হাসপাতালে চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন।

Exit mobile version