Site icon Jamuna Television

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন টেস্টে সফরকারী ভারতকে ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে পাঁচ ম্যাচের সিরিজ চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে প্যাট কামিন্সের দল। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও অনেকটা এগিয়ে গেল স্বাগতিকরা।

ম্যাচ জেতার জন্য টেস্টের শেষ দিনে ৩৪০ রানের লক্ষ্য ছিলো ভারতের। তবে শেষ ঘন্টায় তারা গুটিয়ে যায় ১৫৫ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন জয়সওয়াল। ২০৮ বলের এই ইনিংস শেষ হয় বিতর্কের জন্ম দিয়ে। কামিন্সের শর্ট বল পুল করতে গিয়ে পারেননি জয়সওয়াল। কিপার আলেক্স কেয়ারে ক্যাচ ধরে আবেদন করলে আম্পায়ার জুয়েল উইলসন সাড়া দেননি, রিভিউ নেয় অজিরা। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদৌল্লা সৈকত রিপ্লেতে ডিফ্লেকশন দেখতে পান, কিন্তু স্নিকোতে কোন এজড আসেনি। খালি চোখের ডিফ্লেকশন দেখে তিনি আউটের সিদ্ধান্ত দেন, জয়সওয়াল মাঠের আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যান।

জয়সওয়ালের বিদায়ের পর বেশিক্ষণ টেকেনি ভারতের ইনিংস। ওয়াশিংটন সুন্দর এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যেতে থাকলেও টেল এন্ডার ব্যাটার দের ব্যর্থতায় ইনিংস শেষ হয় ভারতের।

বড় লক্ষ্য তাড়ায় দিনের শুরুতে অবশ্য দেখেশুনে খেলতে শুরু করে ভারত। রোহিত লোকেশের ব্যাটও হাসেনি এদিন।

বিরাট কোহলি সাজঘরে ফেরেন মাত্র ৫ রান করে। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে ভারত। এরপর রিশভ পান্তকে নিয়ে জুটি গড়ে দলকে আশা দিচ্ছিলেন জয়সওয়াল। ট্রেভিস হেডের বলে পান্ত ফিরলে ভাঙে ৮৮ রানের জুটি। ভারতের আশাও মিইয়ে যেতে থাকে। তবু জয়সওয়াল যতক্ষণ ছিলেন, ততক্ষণ লড়াইয়ে ছিলো সফরকারীরা। তিনি ফিরতেই ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে যায়। অজিদের জয় দিয়ে শেষ হয় এবারের বক্সিং ডে টেস্ট।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে।

উল্লেখ্য, ২০২০ সালের পর এখন পর্যন্ত বক্সিং ডে টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। আগামী বছর অ্যাসেজ সিরিজ থাকায় বক্সিং ডে টেস্টে ইংলিশদের মোকাবিলা করবে অস্ট্রেলিয়া।

/এমএইচআর

Exit mobile version