Site icon Jamuna Television

জয়সওয়ালের আউট: সৈকতের সিদ্ধান্তকে সঠিক বলছেন ধারাভাষ্যকাররা

বক্সিং ডে টেস্ট শেষ হয়েছে আজ। সোমবার (৩০ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী ভারতকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে লিড নেয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেছে অজিরা। তবে শেষ দিনে এসে কোহলি-বুমরাহ কিংবা কামিন্স-কনস্টাসের চেয়েও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।

ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করা এই বাংলাদেশি আজ কঠিন এক সিদ্ধান্ত দিয়েছেন, যে সিদ্ধান্তটি প্রযুক্তিও নিশ্চিত করতে পারেনি। স্নিকো প্রযুক্তি কট বিহাইন্ড না ধরতে পারলেও ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা। আর এতেই বাধে বিপত্তি। অনেকটা প্রযুক্তি বনাম মানব সিদ্ধান্তের এক দ্বৈরথই দেখে এমসিজি’র সাথে পুরো ক্রিকেট বিশ্ব।

আসল ঘটনাটা এরকম। কামিন্সের শর্ট বল পুল করতে গিয়ে ব্যর্থ হন জয়সওয়াল। অজি কিপার আলেক্স ক্যারি ক্যাচ ধরে আবেদন করলে আম্পায়ার জুয়েল উইলসন সাড়া দেননি। এর ফলশ্রুতিতে রিভিউ নেয় অজিরা। তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত রিপ্লেতে ডিফ্লেকশন দেখতে পান, কিন্তু স্নিকোতে কোন এজড আসেনি।

এবার বিপত্তি বাধে সিদ্ধান্তে। খালি চোখের ডিফ্লেকশন দেখে তিনি আউটের সিদ্ধান্ত দেন, জয়সওয়াল মাঠের আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ফেরত যান প্যাভিলিয়নে।

অবশ্য এই ঘটনার পরে ধারাভাষ্যকারদের পাশে পেয়েছেন বাংলাদেশি এই আম্পায়ার। মার্ক নিকোলাস ও হার্শা ভোগলে এটিকে সাহসী ও ন্যায্য সিদ্ধান্ত হিসেবেই অভিহিত করেছেন।

/এমএইচআর

Exit mobile version